Sep 22, 2014

বাংলার নদ-নদী

- সর্বাণীদাস রায় -


বাংলার নদ, নদী, গ্রাম ভালোবেসে,
মন চায় ঘুরে ঘুরে দেখি এই দেশে ।
করতোয়া, চুর্নী, তোর্সা, আর জলঢাকা,
অপরূপ মাধুর্য নদী নামে মাখা ।
অজয়, দামোদর আর দ্বারকেশ নদ,
পুরুষ নামেতে তারা দুর্জয় দুর্মদ ।
কোপাই, কংসাবতী নদী আছে কত,
জলময় বঙ্গদেশে ব্যাপ্ত শত শত ।
বাসন্তী, বিদ্যাধরী, মাতলা নামে নদী ,
সুন্দর বনের পথে কভু যাও যদি ।
রায়ডাক, রঙ্গিত উত্তরবঙ্গে বহে,
মহানন্দা, কালিন্দী আছে মালদহে ।
সুবর্ণরেখা ছবি ঋত্বিকের সৃষ্টি,
পিয়ালী, শিলাবতী নাম লাগে মিষ্টি ।
টাঙ্গান, দুলুং কত ছোট ছোট নদী ,
বঙ্গদেশের ভূমে বহে নিরবধি ।
পূর্ববঙ্গে বয়ে যায় কপোতাক্ষ নদী,
মেঘনা, কীর্তিনাশা, বুড়িগঙ্গা আদি।
ধানসিঁড়ি জীবনানন্দের রচনাতে পাই,
ধলেশ্বরী, বিশখালী, ফেনী, চিকনাই ।
মায়া ভরা কত নাম দুই বাংলায়,
বর্ষা শরতে স্রোত নদী ও নালায় ।


© Sarbanidas Roy - Non-member WaaS

No comments: