Sep 22, 2014

এবার পূজোয়

- উজ্জ্বল সেনগুপ্ত -


পূজোর দিনের স্মৃতি যত, কেউ কখনো ভোলে ?
পেঁজা তুলো মেঘ ভেসে যায় নীল আকাশের কোলে –
শরৎ এলো, শরৎ এলো,
রোদে ভুবন ঝলোমলো –
পূজোয় আবার লুটবো মজা সবাই দলে দলে !

বছর ঘুরে দুগ্‌গা এলো, লক্ষ্মী, সরস্বতী –
সাথে এলো কার্ত্তিক আর এলো গণপতি ;
শিব ঠাকুর বাঘের ছালে –
অসুর মায়ের পায়ের তলে,
জানি, মায়ের দুই চরণেই অন্তিম তার গতি !

নতুন জামা কাপড়েতে চল রে সবাই –
এ থান থেকে ও থানেতে বেড়িয়ে বেড়াই ।
ঠাকুর দেখে হেথায় হোথায়,
কেউ বা কোঁকায় পায়ের ব্যথায় –
তবুও তো আনন্দেরই পাই না সীমা ভাই !

দশমীতে বাজছে যে ঐ বিসর্জনের ঘণ্টা,
ঘনিয়ে আসে তারই সাথে শেষ বিদায়ের ক্ষণটা –
ভাসান হবে নদীর কোলে –
গাল ভেসে যায় চোখের জলে –
আসছে বছর আবার হবে, চাইছে সবার মনটা !!




No comments: