Sep 22, 2014

আবার আসিব ফিরে

- সর্বাণীদাস রায় -


আবার আসিব ফিরে ষাট-ঊর্ধ্ব শিশুদের ভিড়ে – এই পাতাটায় ,
হয়ত সর্বাণী নয়, আলোক চ্যাটার্জীর বহু বর্ণ ফুল আর পাখির ছবি দেখে ।
হয়ত প্রদীপের অনবদ্য মদ্য আর লোভনীয় ভোজ্য চেখে চেখে ;
হয়ত বা ছবি দেব -- যৌবনের – গুম্ফ রহিবে ওষ্ঠ পরে ,
সারাদিন কেটে যাবে বন্ধুদের কৌতুকময় মন্তব্য পড়ে পড়ে ;
আবার আসিব আমি ষাট-ঊর্ধ্ব প্রবীণ শিশুদের ভালোবেসে ,
আনন্দের আতিশয্যে ভুলে যাব সব চিন্তা দুঃখ হেসে হেসে ;
সুদীপ রায়ের গড়া আমাদের সকলের প্রিয় পাতাটায় ।

হয়ত দেখিব চেয়ে নতুন নতুন মজা তৈরি হয়েছে পাতা জোড়া ,
শঙ্কর মুখার্জীর রসালো ইংরেজি চুটকিলা কৌতুক আর ছড়া ।
হয়ত নানুর লেখা ব্রুকলিন শহরের অজ্ঞাত কত কথা ,
নরেশ মিন্ত্রি তার রেইকি দিয়ে সারাচ্ছে শরীর মনের যত ব্যথা ;
দিন যায় -- ষাট-ঊর্ধ্ব তরুণের দল ঝাঁকে ঝাঁকে আসিতেছে সুদীপের নীড়ে ,
দেখিবে আমারে ফের – ঠিকঠাক আসিয়াছি দেশ-বিদেশ ঘুরে ফিরে ।     

(জীবনানন্দ দাসের কবিতার ভাব-অবলম্বনে)


© Sarbanidas Roy - Non-member WaaS

No comments: