Sep 22, 2014

অসমাপ্ত

- উজ্জ্বল সেনগুপ্ত -


ধীরে ধীরে চলো, হে জীবন মোর, কাউকে দেবো না ফাঁকি –
যা পেয়েছি, তার সব দিয়ে যাবো - যত ঋণ আছে বাকি ।

চলার আবেগে দুঃখ দিয়েছি যাঁদের অজানিতে –
শান্তি তো পাবো, তাঁদের বুঝিয়ে, ক্ষমাটুকু চেয়ে নিতে ।

কিছুটা ইচ্ছা বাকি রয়ে গেলো, আরও কিছু কিছু কাজ –
মনের গভীরে যে স্বপন ছিল – ভুলে যেতে হবে আজ !

যে মিতালি জোড়া লাগলো না, আর ভেঙ্গে গেছে বারে বার –
কোথায় যে রাখি এই বেদনাকে, পেয়ে তাকে হারাবার !

তুমি আগে চলো, আমি আছি পিছে, তোমা বিনা মোর কেহ নাই –
আমার যে টুকু, তোমারই জন্য, তোমাকেই তাই দিয়ে যাই !

চলো ধীরে ধীরে, হে মোর জীবন, কিছু ঋণ আজও বাকি ||


© Ujjwal Sengupta - Member WaaS